শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
পুঠিয়ায় শ্রমিক নেতা হত্যাকান্ড জরিত সন্দেহে সাধারণ সম্পাদক পটলের উপর হামলা

পুঠিয়ায় শ্রমিক নেতা হত্যাকান্ড জরিত সন্দেহে সাধারণ সম্পাদক পটলের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পুঠিয়া শাখার সাবেক সভাপতি নুরুল ইসলাম (৬৫) হত্যাকান্ডে জরিত সন্দেহে শ্রমিক নেতা আব্দুর রহমান পটলের উপর হামলা করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে পুঠিয়া বাজারে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রহমান পটল পুঠিয়া শাখা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক।

পুলিশ সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুঠিয়া সদরের আশরাফের ইটভাটার সামনে থেকে শ্রমিক নেতা নুরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

 এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিযন্ত্রনে নিয়ে আসে।

 নিহতের পরিবার সুত্রে জানা যায়, নুরুল ইসলাম গত ২৪ এপ্রিল সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান পটলের বিরুদ্ধে ভোট করে পরাজিত হন।

পরে ভোটে কারচুপির অভিযোগ এনে তিনি আদালতে মামলা করেছিলেন। আদালতে মামলা করাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন তার পরিবার।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দীন জানান, ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মহাসড়কে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি ।

মতিহার বার্তা ডট কম – ১১ জুন- ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply