শিরোনাম :
কাঠবাদাম খেলে কি সত্যি ওজন কমে? কী এমন আছে তাতে? আফ্রিদির বিয়েতে জল্পনা উড়িয়ে বাবর ১০০ কোটি বছরেও শেষ হবে না মহাকাশের ‘মদের ভান্ডার’! স্বাদে গন্ধে কেমন সেই ‘মহাজাগতিক সুরা’? ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি’, বিয়ে না করার কারণ খোলসা করলেন সাবিত্রী মাটি থেকে ১০০ ফুট উপরে ঘুড়ির সুতো ধরে পত পত করে উড়ছেন যুবক! রুশ প্রেসিডেন্ট পুতিন অক্টোবরে যাবেন চিন সফরে, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সমঝোতা ‘টাইগার ভার্সেস পাঠান’-এর আগেই দুই খান-শিবিরে আগুন! হাতাহাতি থামাতে ডাক পড়ল পুলিশের কোমর থেকে খুলে যাচ্ছে শাড়ি, অম্বানীদের গণেশ পুজোয় দিশার এমন সাজ দেখে বিরক্ত অনেকে রাবিতে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের গণ জমায়েত যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ
চরের ১০ নং পিলারে ও ভারতে বসে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে আক্কাস

চরের ১০ নং পিলারে ও ভারতে বসে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে আক্কাস

নিজস্ব প্রতিবেদক : লেবার থেকে কোটিপতি মাদক ডিলার আক্কাস ভারতের চরে বসে নিয়ন্ত্রণ করছে মাদক সিন্ডিকেট। একাধিক মাদক মামলার আসামী আক্কাস এখন মাফিয়া ডনের রুপ নিয়েছে। রয়েছে পুলিশ প্রশাসনের নাগালের বাইরে পার্শবর্তী দেশ ভারতে।

জানা গেছে, সেখানেও তার নিজের বসত বাড়ি রয়েছে। একাধিক মাদক ব্যবসায়ীদের মুখে শোনা যায় বাংলাদেশ চরের ১০ নং সিমানা পিলার কলাবাগান এলাকায় ১০/১৫জন বডিগার্ড নিয়ে অবস্থান করছে আক্কাস।

এদিকে, রাজশাহীর দারুসায় রয়েছে শতশত বিঘা জমি, তানোরে শত বিঘায় জমির উপর রয়েছে বাগান বাড়ি, ডাসমারী- মিজানের মোড় এলাকায় রয়েছে দুটি বাড়ি। আক্কাসের সকল প্রপার্টি সরকারের কোষাগারে জমা করার দাবি তুলেছে স্থানীয়রা।

তাদের বক্তব্য অনুযায়ী এক সময়ের চরের ভয়ঙ্কর ছিনতাইকারী ও মাদক বহনকারী লেবার ইমরানের ছেলে আক্কাস। তার পার্টনার বন্দুক যুদ্ধে নিহত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন আলোকে লোভ দেখিয়ে মাদক ব্যবসায় ব্যবহার করেই সে কোটি কোটি টাকার মালিক ও সম্পদের পাহাড় গড়েছে। রাজশাহী নগরীর মতিহার থানায় রাসিক (২৯ নং ওয়ার্ড) যুবলীগের সাধারন সম্পাদক আনার হত্যা মামলাসহ ৮/৯ টি মাদক মামলায় রয়েছে তার নাম।

এছাড়াও বোয়ালিয়া মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে আক্কাসের নামে।

আক্কাস পিতা: মোঃ ইমরান আলী, সাং: চরখিদিরপুর-এ/পি, ডাশমারী, থানা: মতিহার, মহানগর রাজশাহী। মাদক মামলার সংখ্যা- ৬টি। হত্যা মামলা -১টি = মোট মামলা-৭টি। এর আগে মামকের বিরুদ্ধে প্রতিবাদ করায় রাসিকের ২৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনারকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামী আলো।

১) মতিহার থানার মামলা নং-০২, তারিখ -০৩/০৬/১০ইং, ধারা-৩৩২/৩৩৫/৩০৭দঃবিঃ তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি।

২) মতিহার থানার মামলা নং-০৪, তারিখ -০৪/০৬/১০ইং, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি।

৩) মতিহার থানার মামলা নং-০৭, তারিখ -০৬/০৩/১১ইং, ধারা-৩৫৩/৩৩২/২২৪/৫০৬(২) দঃবিঃ

৪) মতিহার থানার মামলা নং-২৬, তারিখ -২১/০৯/১১ইং, খিধ ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি।

৫) মতিহার থানার মামলা নং-০৪, তারিখ -০৫/০৭/১২ইং, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি(২)।

৬) মতিহার থানার মামলা নং-০৫, তারিখ -১৩/০৩/১৪ইং, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ/২৫ঘ।

৭) গত ১অক্টোবর ডিবি পুলিশের উপর হামলা মামলার প্রধান আসামী।

৮) রাসিক ২৯নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক আনার হত্যা মামলার প্রধান আসামী
মাদক ব্যবসায়ী আক্কাসের সম্পদ সরকারী কোষাগারে জমাকরাসহ তাকে দ্রুত গ্রেফতারের দাবি স্থানীয়দের।

মতিহার বার্তা ডট কম – ১৩ জুন- ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply