শিরোনাম :
কাঠবাদাম খেলে কি সত্যি ওজন কমে? কী এমন আছে তাতে? আফ্রিদির বিয়েতে জল্পনা উড়িয়ে বাবর ১০০ কোটি বছরেও শেষ হবে না মহাকাশের ‘মদের ভান্ডার’! স্বাদে গন্ধে কেমন সেই ‘মহাজাগতিক সুরা’? ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি’, বিয়ে না করার কারণ খোলসা করলেন সাবিত্রী মাটি থেকে ১০০ ফুট উপরে ঘুড়ির সুতো ধরে পত পত করে উড়ছেন যুবক! রুশ প্রেসিডেন্ট পুতিন অক্টোবরে যাবেন চিন সফরে, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সমঝোতা ‘টাইগার ভার্সেস পাঠান’-এর আগেই দুই খান-শিবিরে আগুন! হাতাহাতি থামাতে ডাক পড়ল পুলিশের কোমর থেকে খুলে যাচ্ছে শাড়ি, অম্বানীদের গণেশ পুজোয় দিশার এমন সাজ দেখে বিরক্ত অনেকে রাবিতে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের গণ জমায়েত যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ
বাজেটের প্রতিক্রিয়া জানানো নিয়ে দ্বন্দ্বে জড়ালো বিএনপি!

বাজেটের প্রতিক্রিয়া জানানো নিয়ে দ্বন্দ্বে জড়ালো বিএনপি!

মতিহার বার্তা ডেস্ক : জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। বাজেট নিয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিলেও তাতে মতবিরোধ দেখা দিয়েছে। একটি পক্ষ শুধু বিরোধিতা করে নয় বরং বাজেটের আদ্যোপান্ত যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে মতামত দেয়ার বিষয়ে জানালে দলটির অভ্যন্তরে বিরোধ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বাজেট নিয়ে শুক্রবার (১৪ জুন) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাজেট নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরতে চান মির্জা ফখরুলরা। তবে অহেতুক বাজেটের বিরোধিতা না করে বরং ব্যাপক বিশ্লেষণ করে বাজেটের অসঙ্গতি বা বিএনপির বাজেট সংক্রান্ত দাবির বিষয়ে জানানোর পরামর্শ দিলে ঝামেলার সূত্রপাত হয়।

বাজেট বিষয়ে বিএনপির অভ্যন্তরীণ মতবিরোধের বিষয়ে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাজেট নিয়ে বিস্তারিত মতামত জানাতে মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা শুক্রবার প্রেস কনফারেন্স করতে চান। তবে আমিসহ আরো কয়েকজন নেতা পুরোপুরি বাজেট বিশ্লেষণ করে সংবাদ সম্মেলন করার পরামর্শ দিলে মনকষাকষি শুরু হয়ে যায়। সকল বিষয়ে শুধু অভিযোগ করে তো লাভ নেই।

তিনি আরো বলেন, বাজেট অনেক বড় বিষয়। শুধু শুধু মনগড়া তথ্য দিয়ে জনগণকে মিস গাইড করে তো কোনো লাভ নেই। প্রয়োজনে যারা অর্থনীতি ভালো বোঝেন তাদের সাথে পরামর্শ করা যেতে পারে। আমাদের এখন বুঝে-শুনে মন্তব্য করতে হবে। আমরা যা বলবো, জনগণ তাই বিশ্বাস করবে- এমন অবস্থান থেকে আমাদের সরে আসতে হবে।

মতিহার বার্তা ডট কম – ৪ জুন, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply