শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
জোর করে দেহব্যবসায় নামানো ৪ মডেল উদ্ধার

জোর করে দেহব্যবসায় নামানো ৪ মডেল উদ্ধার

মতিহার বার্তা ডেস্ক : ফের এক দেহব্যবসার চাকে আঘাত হানল পুলিশ৷ পুণেতে এমনই একটি দেহব্যবসার পর্দাফাঁস করে পাঁচ ব্যক্তিকে হাতেনাতে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে৷ তাদের বৃহস্পতিবার স্থানীয় আদালতে তোলা হয়৷ উদ্ধার করা হয়েছে চার মহিলাকে৷

জানা গিয়েছে, পুণের মারুঞ্জিতে এই অভিযান চালিয়েছিল হিনজেওয়াড়ি পুলিশ৷ কোলটে পাতিল এস্টেট এলাকায় এই দেহব্যবসার খবর পুলিশ পায়৷ এরপরেই তারা অভিযান চালিয়ে এই কাণ্ডের মূল চাঁই ৩৪ বছরের বলিরাম সাভারগাঁওকরকে গ্রেফতার করে৷ সে কোঠরুড়েরই বাসিন্দা৷

অন্যান্যরা হল নিতিন ভালেরাও, অভয় শিন্ডে, ময়ূর শর্মা, দিলিপ মন্ডল৷ উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে অনেকে যেমন মডেল রয়েছেন আবার অনেকে পড়ুয়াও৷ তারা সকলেই দিল্লির বাসিন্দা৷ তাদের সঙ্গে প্রতারণা করে জোর করে দেহব্যবসার কাজে নামানো হয়েছিল বলে জানা যায়৷

এর আগে, গত গত ১ জুন পুণতে মধুচক্রে জড়িত থাকায় ৫ মহিলাকে গ্রেফতার করে কোরেগাঁও পুলিশ৷ জানা গিয়েছে, কোরেগাঁও পার্কে ওয়েসিস সালোঁ এবং স্পা ম্যাসাজ সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরেই এই কাজ চলছিল৷ সেখানেই হানা দেয় পুলিশ৷ উদ্ধার হওয়া ৩ মহিলাকে হদসপুরে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়৷

এই দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে বিশাল পণ্ডিত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷ সে কোরেগাঁওয়েরই বাসিন্দা৷ তার সহযোগীও ধরা পড়ে পুলিশের জালে৷ নাম- আদিত্য সুলেমান৷ সে ওই ম্যাসাজ সেন্টারেরই কর্মী৷ দুঃস্থ মহিলাদের আর্থিক অনটনের সুবিধাকে হাতিয়ার করে তাদেরকে টার্গেট করত আদিত্য৷ তাদের কাজ আর টাকার প্রলোভন দেখিয়ে এই দেহব্যবসার কাজে যুক্ত করত৷

কোরেগাঁও পার্কেরই ও হোটেলেও হানা দেয় পুলিশ৷ সেখান থেকে ২ মহিলা উদ্ধার হয়৷ তাদের মধ্যে একজন গুজরাতের এবং অন্যজন পশ্চিমবঙ্গের৷ তাদের দুই ব্যক্তিই পুণেতে নিয়ে এসেছিল৷ মোবাইলের মাধ্যমেই এই যোগাযোগের কাজ চলত৷ হোটেলে গিয়েই এই ক্লায়েন্টদের সঙ্গে দেখা করত এই মহিলারা৷ অভিযুক্ত দুই ব্যক্তির নাম মোহিক এবং সুরজ৷ উদ্ধার হওয়া ২ মহিলাকে হদসপুরের মহম্মদওয়াড়ি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়৷

এর পাশাপাশি পাটনাতেও হাতেনাতে তিন কলগার্ল সহ আপত্তিজনক অবস্থায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অগমকুয়া থানার কাছে গান্ধীনগর এলাকায় মধুচক্রটির সন্ধান পায়৷ সেই মতো গত কয়েকদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। গভীর রাতে হঠাত করেই সেখানে হানা দেয় পুলিশের একটি বিশেষ দল। এই চক্রের মূল পাণ্ডা অঞ্জনিকুমার সহ তিনজন কলগার্লকে গ্রেফতার করেছ৷ আসর থেকে চারজনকে আপত্তিজনক অবস্থায় আটক করে৷ ধৃত অঞ্জনিকুমারের বাড়ি হাজিপুর এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

মতিহার বার্তা ডট কম – ১৪  জুন- ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply