শিরোনাম :
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়
রাজশাহীতে দুই ট্রাক মোটরসাইকেলসহ তিন শিবির কর্মী আটক

রাজশাহীতে দুই ট্রাক মোটরসাইকেলসহ তিন শিবির কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জামায়াত শিবিরের গোপন মিটিংয়ে অভিযান চালিয়ে তিন জন কর্মীসহ দুই ট্রাক মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। ওই দুই ট্রাকে মোট ১৮টি মোটর সাইকেল ছিলো।

আজ শুক্রবার রাত ৮টার দিকে নগরীর মতিহার থানাধিন খড়খড়ি ভাল্লুক পুকুর এলাকায় হাজির আম বাগান থেকে তাদেরকে আটক করে হয়। এ আটক অভিযানে অংশগ্রহন করেন, এসআই আব্দুর রহমান, সাহাবুল, মোসলেম, এএসআই আনোয়ার হিরু ও সঙ্গীয় ফোর্স।

আটককৃতরা হলো: কাটাখালী থানাধিন শ্যামপুর নতুনপাড়া এলাকার মোঃ আজিজুর রহমানের ছেলে কামরুল হাসান (২৮), একই থানার সুচারন এলাকার মৃত মেহের আলীর ছেলে আবু তাহের (৪৮) ও মতিহার থানাধিন মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার মোঃ আব্দুর গফুরের ছেলে দিলদার (৩৩)।

এ ঘটনায় মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাত হোসেন খান বলেন, ৪০-৪৫ জন জামায়াত শিবিরের নেতা কর্মীরা ভাল্লুক পুকুর এলাকায় স্থানীয় হাজির আম বাগানে সরকার বিরোধি মিটিং-করছে এমন অথ্যের ভিত্তিতে মতিহার থানা পুলিশ সেখানে অভিযানে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ১৮টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তবে পুলিশ ধাওয়া দিয়ে তিন জন জামায়াত শিবিরের কর্মীকে আটক করে। পরে রাত ১০টার দিকে ২টি ট্রাক যোগে জব্দকৃত মোটরসাইকেলগুলি নিয়ে আসা হয়। বর্তমানে জব্দকৃত মোটরসাইকেলগুলি থানা হেফাজতে রয়েছে।

তিনি আরো বলেন আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার বিষয়ে পরে জানানো হবে বলেও জানান তিনি।

 মতিহার বার্তা ডট কম – ১৪  জুন- ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply