শিরোনাম :
কাঠবাদাম খেলে কি সত্যি ওজন কমে? কী এমন আছে তাতে? আফ্রিদির বিয়েতে জল্পনা উড়িয়ে বাবর ১০০ কোটি বছরেও শেষ হবে না মহাকাশের ‘মদের ভান্ডার’! স্বাদে গন্ধে কেমন সেই ‘মহাজাগতিক সুরা’? ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি’, বিয়ে না করার কারণ খোলসা করলেন সাবিত্রী মাটি থেকে ১০০ ফুট উপরে ঘুড়ির সুতো ধরে পত পত করে উড়ছেন যুবক! রুশ প্রেসিডেন্ট পুতিন অক্টোবরে যাবেন চিন সফরে, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সমঝোতা ‘টাইগার ভার্সেস পাঠান’-এর আগেই দুই খান-শিবিরে আগুন! হাতাহাতি থামাতে ডাক পড়ল পুলিশের কোমর থেকে খুলে যাচ্ছে শাড়ি, অম্বানীদের গণেশ পুজোয় দিশার এমন সাজ দেখে বিরক্ত অনেকে রাবিতে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের গণ জমায়েত যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ
দুবাইয়ের একটি হোটেলে দুই মহিলাকে জোর করে নাচানোর চেষ্টা,আটক ২

দুবাইয়ের একটি হোটেলে দুই মহিলাকে জোর করে নাচানোর চেষ্টা,আটক ২

আন্তর্জাতিক ডেস্ক : হোটেলে জোর করে নাচ করানোর চেষ্টা। হোটেল মালিকের কু-প্রস্তাব। কোনও কিছুতেই রাজি না হওয়াতে দুই মহিলাকে আটকে রাখা হল দুবাইয়ের এক হোটেলে। শেষমেশ বুদ্ধির জোরে কোনও রকমে রক্ষা। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

ধৃত দুই অভিযুক্তের নাম সুখদেব সিং এবং জোসানপ্রীত সিং। যদিও ঘটনার পরেই পলাতক মূল অভিযুক্ত। মূল অভিযুক্ত সলমন খানের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে ভারতীয় হাইকমিশনও।

জানা গিয়েছে, ওই দুই মহিলাকে টুরিস্ট ভিসায় দুবাই পাঠানো হয়। গত ৭ জুন অভিযুক্ত ওই তিনজন তাঁদের দুবাই পাঠায়। এরপরের দিন অর্থাৎ ৮ জুন দুপুরে যে হোটেলে ওই দুই মহিলা ছিলেন সেখানে তাঁদের নাচতে বলেন। সংশ্লিষ্ট ওই হোটেলের মালিক তাঁদেরকে জোর করে নাচানোর চেষ্টা করেন।

কিন্তু তাতে রাজি হননি ওই দুই মহিলা। এরপর তাঁদের কুপ্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু তাতেও রাজি না হওয়াতে জোর করে মহিলাদের হোটেলের একটি ঘরে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। কেড়ে নেওয়া হয় তাঁদের পাসপোর্ট। কিন্তু বুদ্ধির জোরে শেষমেশ রক্ষা পান তাঁরা।

জানা যায় কোনও রকমে তাঁদের মধ্যে একজন ঘরের বাইরে বেরিয়ে আসে। আর নিজের স্বামীকে ভয়েস মেসেজ পাঠিয়ে পুরো ঘটনাটি জানান। মেসেজ কার্যত আঁতকে ওঠেন ওই মহিলার স্বামী। কি করবেন তা বুঝতে পারেন না সহজে।

এরপর পুরো ঘটনাটি স্থানীয় পুলিশকে জানান ওই মহিলার স্বামী। এরপরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। দুবাই পুলিশের একটি দল ওই হোটেলের হানা দেয়। আর সেখান থেকে উদ্ধার করা হয় মহিলাদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, ওই দুই মহিলার পাসপোর্ট ইতিমধ্যে ফিরিয়ে দেওয় হয়েছে। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলেও মূলত অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

মতিহার বার্তা ডট কম  ১৭ জুন  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply