নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে মোঃ বৈকাল (৭) নামের শিশু বলাৎকার করেছে পাশের এলাকার স্বাধিন (১৫) নামের এক লম্পট কিশোর।
গতকাল সোমবার সন্ধা ৭টার দিকে নগরীর রাজপাড়া থানাধিন মহিষবাহান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা জড়ো হয়ে বলৎকারীকে আটক করে রাজপাড়া থানা পুলিশে সোপর্দ করেন। আর বলাৎকারের স্বিকার শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বলাৎকারের স্বিকার শিশুটি নগরীর রাজপাড়া থানাধিন মহিষবাহান এলাকার সোনারুলের ছেলে। এবং বলৎকারী স্বাধিন একই থানার ভাটাপাড়া রেল-ক্রসিং এলাকার আলালের ছেলে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বলাৎকারী কিশোরকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে বলাৎকারের স্বিকার শিশুটির “মা” রানী বাদি হয়ে আজ মঙ্গলবার রাজপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
তিনি আরো বলেন, বর্তমানে শিশুটি রামেকের ৯নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বলৎকারী কিশোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতিহার বার্তা ডট কম ১৮ জুন ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.