শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
রাজশাহীতে ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

রাজশাহীতে ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর যুবলীগের ১৪ নম্বর ওয়ার্ড (পশ্চিম) সভাপতি মশিউর রহমান রনিকে কুপিয়ে জখম করেছে একই দলের প্রতিপক্ষ গ্রুপ। আহত রনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (২৩ জুন) বেলা ১১টার দিকে মহানগর যুবলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড (পশ্চিম) সভাপতি মশিউর রহমান রনি (৪০) নগরীর তেরখাদিয়া এলাকার বাসা থেকে মোটরসাইকেলে উপশহর নিউমার্কেট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন।

এসময় একই ওয়ার্ড যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক বাবর আলীর নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার দুই হাত ও পিঠে উপর্যুপরি কোপ দেয়। রনির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন মশিউর রহমান রনির অভিযোগ, সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারের উপস্থিতিতে ওয়ার্ড যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক বাবর আলী ও জিল্লু তার ওপর হামলা চালিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বলেন, তিনিসহ সিটি কর্পোরেশনের ১২ জন ওয়ার্ড কাউন্সিলর শনিবার রাতভর নগরীতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান তদারকি করেন। রোববার সকালে বাসায় ফিরে তিনি ঘুমিয়ে পড়েন। দুুপুর ১২টার দিকে ঘুম থেকে উঠে তিনি রনির ওপর হামলার খবর শুনতে পান।

আনার বলেন, রনির সাথে তার রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নেই। ওয়ার্ড যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তার ওপর হামলা ঘটনা ঘটেছে।

ঘটনার পর চিকিৎসাধীন রনিকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক আহসানুল হক পিন্টু। তিনি জানান, রনির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সুত্র: সাহেব বাজার

মতিহার বার্তা ডট কম  ২৩ জুন  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply