রাজশাহীতে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচার আটক-১

রাজশাহীতে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচার আটক-১

এস.এম বিশাল: রাজশাহী নগরীতে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময় মোঃ কাওছার (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত্রী সাড়ে ১১ টার দিকে নগরীর বাসটার্মিনালে শ্যামলী পরিবহনে তল্লাশী চালিয়ে তাকে আটক করে টার্মিনাল বক্স পুলিশের ইনচার্জ এটিএসআই নাসির উদ্দিন ও বোয়ালিয়া থানার এসআই মতিনসহ সঙ্গীয় ফোর্স।

আটককৃত কাওছার শিবগঞ্জ থানাধীন উজিরপুর গ্রামের মোঃ দুরুল হুদার ছেলে।

জানতে চাইলে এটিএসআই নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিবগঞ্জ থেকে শ্যামলী পরিবহনে

রাজশাহী হয়ে ঢাকা যাওয়ার পথে, একটি আচারের বয়ামে ৩০ বোতল সমমান ফেন্সিডিল পলি ব্যাগে লুজ করে নিয়ে যাওয়া হচ্ছিল, যাহা দেখতে অবিকল আচারের মধ্যে সরিষা তেলেন ! এমন সময় গাড়িটি তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ পাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী কাওছার জানায়, বাস যোগে ঢাকা কল্যানপুর যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল। এ বিষয়ে আটককৃত মাদক ব্যসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলেও জানান তিনি।

মতিহার বার্তা ডট কম  ২৭  জুলাই ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply