ভ্রমমাণ আদালতের অভিযান’ রাজশাহীতে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ভ্রমমাণ আদালতের অভিযান’ রাজশাহীতে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

 মতিহার বার্তা ডেস্ক : রাজশাহীর তানোরে দুইজন নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত।

গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরিন বানু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার গাংহাটি গ্রামের সন্তোষের স্ত্রী ছবি রাণী, কামারগাঁ গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী গুলেরা বেগমে এক মাসের কারাদণ্ড ও একই গ্রামের প্রয়াত আতাব সর্দারের ছেলে আক্কাস সর্দারকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আমিনুল কবির করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারগাঁ ইউনিয়নে মাদক কারবারির অভিযান চালানো হয়। এ সময় ৫ লিটার ভোলায় মদ ও ১০০গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরিন বানু ভ্রমমাণ আদালতের মাধ্যমে তাদের এ কারাদণ্ড দেন। সন্ধ্যায় তাদেরকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মতিহার বার্তা ডট কম  ০৫ মেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply