চাঁদা না দেয়ায় নারী বিউটিশিয়ানসহ ২ জনকে ছুরিকাঘাত

চাঁদা না দেয়ায় নারী বিউটিশিয়ানসহ ২ জনকে ছুরিকাঘাত

মতিহার বার্তা ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলায় চাঁদাবাজদের ছুরিকাঘাতে এক বিউটিশিয়ানসহ দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বামুন্দীতে প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে।

বামুন্দী বাজার এলাকার বিউটি পার্লারের বিউটিশিয়ান আঁখি জানান, দুপুরের দিকে পাশের ছতিয়ান গ্রামের আজিজুলের ছেলে জয় ও ঝন্টুর মেয়ে রানী পার্লারে প্রবেশ করে চাঁদা দাবি করে।

এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় রানী বিউটিশিয়ান আখিকে ছুরি দিয়ে আঘাত করে। আখির চিৎকারে পাশের হোমিও ডাক্তার আলাউদ্দিন এগিয়ে আসলে চাঁদাবাজ জয় তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এতে আলাউদ্দিনের একটি হাত ভেঙে যায়। তবে হামলার পর তারা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ব্যপারে গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় আহতরা।

মতিহার বার্তা ডট কম  ০৯ মেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply