শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
নির্জন জায়গায় নিয়ে গিয়ে হত্যা করা হয় মডেল পুজা কে

নির্জন জায়গায় নিয়ে গিয়ে হত্যা করা হয় মডেল পুজা কে

মতিহার বার্তা ডেস্ক : গত ৩১ জুলাই বেঙ্গালুরুর কেম্পেগোউদা আন্তর্জাতিক বিমান বন্দরের কাছেই একটি গ্রাম থেকে উদ্ধার করা হয় কলকাতার বাঙালি মডেল পুজা সিং(৩২) এর মৃতদেহ। ঘটনার প্রায় একমাস পরে খুনের কিনারা করল পুলিশ।

গত ২১ অগস্ট পুজা সিং হত্যার ঘটনায় খুনিকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তি এইচ এম নাগেশ সেদিন পূজার ক্যাব চালক ছিল। পুলিশ জানিয়েছে, পূজাকে নিজের গাড়িতে তুলে টাকা পয়সা লুটপাটের চেষ্টা চালায় ওই চালক।

ঘটনাস্থল থেকে নিহতের ঘড়ি এবং জুতো ছাড়া কিছু না মেলায় ওই তরুণীর আসল পরিচয় নিয়ে ধন্দে পড়ে বেঙ্গালুরু পুলিশ। পরে আটক নাগেশ কে জিজ্ঞাসাবাদ করা হলে সে খুনের দোষ স্বীকার করে নেয়।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুলাই হোটেলে ফেরার জন্য ক্যাব বুক করেছিলেন মডেল তথা ইভেন্ট ম্যানেজার পূজা। হোটেলে ফিরে সেদিন রাতে পূজা ওই ক্যাব চালককে বলে রেখেছিল যে, পরদিন সকালে তিনি যেন তাঁকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে আসেন।

জানা গিয়েছে, ধৃত নাগেশ পরদিন সকালে পুজা কে বেঙ্গালুরুর বিমানবন্দরে পৌঁছে না দিয়ে, তাকে নিয়ে যায় একটি ফাঁকা এলাকায়। সেখানেই তাঁকে খুন করা হয়। মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, এরপরে নাগেশ মৃতার ফোন থেকে তাঁর স্বামীর কাছে মেসেজ করে ৫ লক্ষ টাকা চেয়েও পাঠান। তাঁর স্বামী কলকাতায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর বেঙ্গালুরু পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে সেখানে তদন্ত শুরু হয়।

মতিহার বার্তা ডট কম  ১০ মেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply