বেগম জিয়াকে জামিন দেননি হাইকোর্ট

বেগম জিয়াকে জামিন দেননি হাইকোর্ট

মতিহার বার্তা ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে জামিন দেননি হাইকোর্ট।

বুধবার আংশিক শুনানি শেষে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ আবেদনটির ওপর শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করলে পরে আবেদনটি ফেরত নেন বেগম জিয়ার আইনজীবীরা।

 এর আগে গত ৩ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন আইনজীবীরা। আবেদনে তার স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন চাওয়া হয়।

বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আদালত রিট পিটিশন নিয়ে য়েতে বলেন। আমরা বেগম খালেদা জিয়ার পক্ষে কোথাও কোনো বিচার পাই না। ভেবেছিলাম দেশের সর্বোচ্চ আদালত আমাদের এ বিচারটা দেবেন। কিন্তু দেখা গেল দেশের সর্বোচ্চ আদালতে বারবার চেষ্টা করেও বিচার পাচ্ছেন না।

বিএনপি চেয়ারপার্সন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুক্তি পেতে হলে তাকে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল মামলায় জামিন পেতে হবে।

মতিহার বার্তা ডট কম – ১১ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply