পাঁচ মাসের শিশুকে হাতব্যাগে ভরে পাচারের চেষ্টা! আটক দুবাই বিমানবন্দরে

পাঁচ মাসের শিশুকে হাতব্যাগে ভরে পাচারের চেষ্টা! আটক দুবাই বিমানবন্দরে

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাগে ভরে পাচার করা হচ্ছিল পাঁচ মাসের শিশুকে! দুবাই বিমানবন্দরে ধরা পড়ার পরে, তার ভিডিও প্রকাশ করেছেন এক অফিসার। দেখে চমকে উঠেছে নেট-দুনিয়া!

জানা গেছে, পাকিস্তানের ওই শিশুটিকে করাচি থেকে দুবাই পাচার করার চেষ্টা করছিল এক ব্যক্তি। করাচি বিমানবন্দরে রক্ষীদের চোখে ধুলো দিয়ে পার পেয়ে গেলেও, ধরা পড়ে যায় দুবাই বিমানবন্দরে। এক্স-রে যন্ত্রে ওই ব্যক্তির হাতব্যাগ পাস করানোর সময়ে, ব্যাগের ভিতরে কিছু দেখে সন্দেহ হয় কর্মীদের। ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সকলের!

দেখা যায়, ব্যাগের ভিতরে জামাকাপড় দিয়ে মুড়ে দিব্যি ‘প্যাক’ করা হয়েছে এক রত্তি শিশুকে। তার মাথার কাছে আবার দু’টি স্টিলের গ্লাস এমন ভাবে রাখা হয়েছে, যাতে নড়াচড়া না করতে পারে সে। আশ্চর্যের ব্যাপার, ব্যাগের ভিতরে দিব্যি খেলছিল সেই শিশু। কোনও কান্নাকাটি নেই, শব্দ নেই।

মতিহার বার্তা ডট কম – ১৭ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply