আগামী সোমবার ও মঙ্গলবার রাবির ভর্তি পরীক্ষা, সতর্ক অবস্থানে প্রশাসন

আগামী সোমবার ও মঙ্গলবার রাবির ভর্তি পরীক্ষা, সতর্ক অবস্থানে প্রশাসন

আগামী সোমবার ও মঙ্গলবার রাবির ভর্তি পরীক্ষা, সতর্ক অবস্থানে প্রশাসন
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে প্রক্টর কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভ্রাম্যমাণ আদালত, মেডিকেল টিমসহ বিভিন্ন টিম কাজ করবে। এছাড়া ভর্তিচ্ছুদের সহায়তার জন্য হেল্প ডেস্ক থাকবে। মহিলা অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে রাত্রিযাপনের ব্যবস্থা থাকবে।’

পরীক্ষা চলাকালে মহিলা অভিভাবকদের জন্য শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্য কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।’

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘এ বছর ভর্তি পরীক্ষার পদ্ধতিতে এমসিকিউ ও লিখিত এই দুই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে কোনো ভর্তিচ্ছু মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে আসতে পারবে না।’

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, জনসংযোগ দফতরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার ও কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আল-আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

মতিহার বার্তা ডট কম: ১৯-অক্টোবর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply