রাজশাহীতে মাদক মামলায় এক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে মাদক মামলায় এক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে মাদক মামলায় এক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
রাজশাহীতে মাদক মামলায় এক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কবির হোসেন (৩১) নামের এক মাদকব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও পাঁচ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে রাজশাহীর বিশেষ জজ আদালত-১ এর বিচারক মোসা. ইসমত আরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কবিরের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় ঘুণ্টিঘর গ্রামে। রাজশাহীর বিশেষ জজ আদালত-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী শফিকুল ইসলাম জানান, ২০১৬ সালের ৪ মার্চ ২শ’ গ্রাম হেরোইনসহ কবির হোসেনকে গ্রেফতার করেছিল গোদাগাড়ী থানা পুলিশ। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়। পরে আদালতে মামলাটির বিচার শুরু হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করলেন।

আইনজীবী শফিকুল ইসলাম আরও জানান, রায় ঘোষণার সময় আসামি কবির আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মতিহার বার্তা ডট কম – ৩০ অক্টোবর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply