রাজশাহীতে দরবারে মুখতারিয়ার ২৮ তম উরস অনুষ্ঠিত

রাজশাহীতে দরবারে মুখতারিয়ার ২৮ তম উরস অনুষ্ঠিত

রাজশাহীতে দরবারে মুখতারিয়ার ২৮ তম উরস অনুষ্ঠিত
রাজশাহীতে দরবারে মুখতারিয়ার ২৮ তম উরস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীর খানকাহ বখশিয়া দরবারে মুখতারিয়ার দুই দিনব্যাপী ২৮ তম উরস অনুষ্ঠিত হয়েছে। ১৩ ও ১৪ জানুয়ারী নগরীর সপুরার সূফীনগর দরবারে এই আয়োজন ছিলো। অনুষ্ঠানটি চলে আজ বুধবার ভোর পর্যন্ত।

১৩ জানুয়ারী উরসের উদ্বোধন করেন খানকাহর সাজ্জাদানশীন মাওলানা শাহ মুহাম্মদ ওয়াকার আহমাদ মুখতারী।

দ্বিতীয় দিন ১৪ জানুয়ারী হুজরা শরীফ থেকে মঞ্চ আগমন করেন সাহেবে খানকাহ মাওলানা মুহাম্মদ ওয়াকার আহমাদ মুখতারী।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মুহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নিউজ টোয়েন্টিফোর ডটকমের চেয়ারম্যান সামাজসেবক ডা: মো: আবদুল খালেক
বিশ্বাস। নগরীর শাহমখদুম জোনের সহকারী কমিশনার হাফিজুল ইসলাম,

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন কাদেরিয়া তৈয়্যেবিয়া আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস ও টিভি আলোচক মুফতি মুহাম্মদ জসিম উত্তিন আল আজহারী, হাফেজ মাওলানা মাসুম আহমেদ মুখতারী। খন্দকার শাহ মুহাম্মদ মকলেসুর রহমান মুখতারী ও শাকিল আনসারি মুখতারীর সঞ্চালনায় অনুষ্ঠানে নব্য উত্তীর্ণ হাফেজবৃন্দের দস্তরবন্দি অনুষ্ঠিত হয়। পরে নাত পরিবেশন করে মুখতারীয়া শিল্পীগোষ্ঠী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply