বাগমারায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৩, ফেনসিডিল বাদে দেয়া হলো গাঁজার মামলা!

বাগমারায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৩, ফেনসিডিল বাদে দেয়া হলো গাঁজার মামলা!

বাগমারায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৩, ফেনসিডিল বাদে দেয়া হলো গাঁজার মামলা!
বাগমারায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৩, ফেনসিডিল বাদে দেয়া হলো গাঁজার মামলা!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা ভবানিগঞ্জ থেকে ২০ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে বাগমারা থানধীন ভবানিগঞ্জ এলাকা থেকে তাদের আটক করে বাগমারা থানার এএসআই মোসলেম ও কনেস্টবল জাহাঙ্গীর। আটকের পর দেনদরবার শেষে শুধু ২৪০ গ্রাম গাঁজা দিয়ে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলো: ভবানিগঞ্জ এলাকার নিলুফা, সাদপাড়া এলাকার আফজাল ও তাহেরপুর এলাকার বিরেন্দ্র নাথ সাহার ছেলে চন্চল সাহা।

সরকার যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন সেখানে গুটি কয়েক পুলিশে সদস্যদের ঘুষ বানিজ্য ও মাদকের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার কারনে এ নিতি বাস্তবায়ন সম্ভব হয়ে উঠছেনা এমনটায় দাবি সুধি সমাজের।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানা অফিসার ইনচার্জ ওসি মো. আতাউর রহমান বলেন, আপনাদের প্রাপ্ত তথ্য সঠিক নয়, আমার  থানার ওসি তদন্তকে  দিয়ে তদন্ত করে ২৪০ গ্রাম গাঁজা  মামলা দিয়েছি। তিনি অশ্লিল ভাষায় বলেন, কে তথ্য দিয়েছে নাম বলেন আমি তাকে শুইয়ে ফেলবো। এছাড়া ফেনসিডিলের বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে রাজশাহী জেলা সদর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলমকে অবগত করলে তিনি বলেন, এমন ঘটনা আমার জানা নেই। তবে বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

মতিহার বার্তা ডট কম – ১৮  মার্চ ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply