উখিয়ার ওসি মর্জিনাসহ ৪ পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা

উখিয়ার ওসি মর্জিনাসহ ৪ পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা

কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনা আক্তারসহ ৪ পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়ার নুরুচ্ছবির কন্যা ও কক্সবাজার হাভার্ড কলেজের ছাত্রী রিয়াদ সুলতানা নুরী বাদি হয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করেন।
উখিয়ার ওসি মর্জিনাসহ ৪ পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা

মতিহার বার্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনা আক্তারসহ ৪ পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়ার নুরুচ্ছবির কন্যা ও কক্সবাজার হাভার্ড কলেজের ছাত্রী রিয়াদ সুলতানা নুরী বাদি হয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম, এএসআই মো. শামীম ও কনস্টেবল মো. সুমন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন টাইব্যুনাল-৩ এর পিপি এডভোকেট একরামুল হুদা চট্টগ্রাম প্রতিদিনকে জানান, মামলার বাদি নারী নির্যাতন আইনের ৯ (১) দণ্ডবিধি আইনের ৩২৩/৩২৪/৩৪২/৩৭৯/৫০৬ ধারায় অভিযোগ আনেন। মামলাট গ্রহণ করে পিপিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, মামলার বাদি কক্সবাজার হাভার্ড কলেজের ছাত্রী রিয়াদ সুলতানা নুরীর সঙ্গে সুমন নামে এক পুলিশ কনস্টেলের ফেসবুকে পরিচয়ের মাধ্যমে দীর্ঘদিনের প্রেম ও মেলামেশা হয়। এর মধ্যে বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে সুমন। এক পর্যায়ে ওই ছাত্রী বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবের সূত্র ধরে গত ৭ জুলাই রাতে উখিয়া থানায় ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য হাতকড়া পরিয়ে চোখ বেঁধে এই ছাত্রীকে নির্মমভাবে শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে।

মতিহার বার্তা ডট কম- ২৫-০৮-২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply