রাজশাহীতে স্বামীর হাসুয়ার কোপে স্ত্রী গুরুতর আহত: রামেকে ভর্তি

রাজশাহীতে স্বামীর হাসুয়ার কোপে স্ত্রী গুরুতর আহত: রামেকে ভর্তি

রাজশাহীতে স্বামীর হাসুয়ার কোপে স্ত্রী গুরুতর আহত: রামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শাহাজান আলী সাজু (৪২) নামের এক পাষন্ড স্বামীর হাসুয়ার কোপে স্ত্রী শাহীনা আকতার (৪০) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত গৃহবধূকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে তার স্বজনরা।

আহত গৃহবধূ নগরীর কাটাখালী থানাধিন শ্যমপুর থান্দার পাড়া গ্রামের শাহাজান আলী সাজুর স্ত্রী।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। রামেকে ভর্তির পর ওই গৃহবধূর শরীরে অস্ত্র পাচার শেষে রামেকের ৫১ নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছে। তবে তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

গৃহবধূর ছেলে মোঃ আলী অনিক জানায়, পারিবারিক কলহের জেরে ধরে গত বৃহস্পতিবার আমার পিতা সাজু আমার মাকে এলাপাথাড়ি ভাবে লাঠি দ্বার পেটায়। এতেও তার রাগ কমেনি । পরে তিনি ঘরে থেকে হাসুয়া নিয়ে এসে আমার মাকে পিঠ-পেটসহ শরীরের সাতটি স্থানে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এরপর আমরা মা’কে রামেকে ভর্তি করি। বর্তমানে তিনি রামেকের ৫১ নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছে।

গৃহবধূর বড় বোন শিউলী জানায়, পশুর মতো আচারন করেছে আমার বোন শাহীনা আকতারের সাথে। গরুর মতো পিটিয়েছে তাকে। কসাইয়ের মতো কুপিয়ে গুরুতর আহত করেছে তাকে। ডাক্তার জানিয়েছে পাকস্থলী ব্যপক ভাবে ক্ষত হয়েছে। আমার বোন এখন মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা ন্যায় বিচারের জন্য আদালতে দারস্থ হবো বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে মুঠো ফোনে যোগাযোগ করা হলে গৃহবধূর স্বামী শাহাজান আলী সাজু জানান, পারিবারিক কলহের কারনে সহ্য করতে না পেরে আমার স্ত্রীকে আমি আঘাত করেছি। তবে হত্যার উদ্দেশ্যে নয় বলেও জানান তিনি।

মতিহার বার্তা ডট কম: ২৯ আগষ্ট ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply