রাজশাহী নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহী নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহী নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, শনিবার নগর ভবন হতে দড়িখরবোনা মোড় হয়ে উপশহর ১ ও ৩নং সেক্টর, সপুরা, পানি উন্নয়ন বোর্ডের সামনে দিয়ে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ৩৫টি মামলা দায়ের করে এক লাখ ৫৩ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

মতিহার বার্তা ডট কম: ০৫ সেপ্টেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply