রাবি প্যারিস রোডে মোটরসাইকেলের ১২টি মামলা

রাবি প্যারিস রোডে মোটরসাইকেলের ১২টি মামলা

রাবি প্যারিস রোডে মোটরসাইকেলের ১২টি মামলা

নিজস্ব প্রতিবেদক : দ্রুতগামী মোটরসাইকেল থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১২টি মামলা দায়ের করেছেন সার্জেন্ট নূরে আলম ছিদ্দিক।

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্যারিস রোডে বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত চলা অভিযানে বাইকারদের এই সব মামলা দেয়া হয়।

সার্জেন্ট ছিদ্দিক বলেন, সরকার ঘোষিত নিয়মের উপেক্ষা করা যাবে না। তাই বাইকারদের সতর্ক বার্তা হিসেবে শুক্রবার ঘন্টা ব্যপি অভিযান চালানো হয়েছে। এ সময় মোটর সাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসিন্স ও হেলেমেট বিহিন চালকদের ১২টি মামলা দেয় হয়েছে।

অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন রাবি প্রক্টর ও দুইজন প্রভোষ্ট।

রাবি’র এক প্রভোষ্ট জানান, শুক্রবার করে বহিরাগতরা প্রবেশ করে বেপরোয়া ভাবে বাইক চালায় রাবি’র বিভিন্ন রাস্তায়। এতে অনেক শিক্ষার্থীরা আতঙ্কিত হয়। আবার দূর্ঘনার সম্ভবনাও থাকে। ইতিপূর্বে বহিরাগত বাইকারদের দ্বারা বিভিন্ন সময় ছিনতাই সংঘটিত হয়েছে। বর্তমানে ওই ধরনের অপরাধ বন্ধ রয়েছে।

তবে দ্রুতগামী বাইকারদের উপস্থিতি বেড়েছে বলেও জানান তিনি।

মতিহার বার্তা ডট কম: ১৮ সেপ্টেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply