বাঘায় সাপের কামড়ে প্রান গেল ঘুমন্ত শিশুর

বাঘায় সাপের কামড়ে প্রান গেল ঘুমন্ত শিশুর

বাঘায় সাপের কামড়ে প্রান গেল ঘুমন্ত শিশুর

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় সাপের কামড়ে  জেবা খাতুন নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর)   ‌দিবাগত রা‌তে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সা‌পের কামড়ে তার মৃত‌্যু হয়। সে বাঘা পৌরসভার  ৮ নং ওয়াার্ডের বানিয়া পাড়া গ্রামের জুয়েল হোসেনের কন‌্যা ও  স্থানীয় হজরত শাহ আব্বাস আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।

নিহত শিশুর পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, এ দিন রাতের খাবার শেষে জেবা পিতা-মাতার সাথে ঘুমাচ্ছিলেন। এরপর  রাত ১১ টায়  জেবা খাতুন হঠাৎ চিৎকার দিলে পিতা-মাতা জেগে উঠে   একটি বিষধর সাপ দেখতে পায় ।

এ সময় তারা জেবার হা‌তের উপর কাম‌ড়ের দাগ দেখে  চিৎকা‌র কর‌তে থা‌কে। তা‌দের আর্ত চিৎকা‌রে স্বজন ও প্রতি‌বে‌শিরা ছু‌টে আ‌সে এবং তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে ।

প‌রিবা‌রের সদস‌্যরা দ্রুত জেবা‌কে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়। সেখা‌নে কর্তব্যরত চিকিৎসক  রাত সাড়ে ১১ টায়  জেবা‌কে মৃত ঘোষনা করেন।  পর‌দিন শুক্রবার বেলা ১২ টায়   শিশু‌টি‌কে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply