পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির বাগাড়

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির বাগাড়

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির বাগাড়

অনলাইন ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ। মঙ্গলবার সকালে জেলে ইসহাক হালদারের জালে ওই মাছটি ধরা পড়ে।

জানা গেছে, সকালে দৌলতদিয়া আনো খানের আড়তে আনা হলে মাছটিকে একনজর দেখতে বহু লোক সেখানে ভিড় জমায়। পরে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান শেখ ও নুরু মিয়া মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে নেন।

জেলে ইসহাক হালদার জানান, মঙ্গলবার রাতে তারা চরমহিদাপুর এলাকায় নদীতে জাল ফেলেন। সকালে জাল টেনে বিশাল আকারের একটি বাগাড় পান। পরে মেপে দেখেন মাছটির ওজন ২৫ কেজি। পরে আড়ত থেকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ ও নুরুর কাছে বিক্রি করে দেন মাছটি।

মাছ ব্যবসায়ী শাহজাহান জানান, প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় তিনি মাছটি কেনেন। পরে ঢাকায় এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন।

তিনি বলেন, বর্তমানে নদীতে পানি কমতে শুরু করছে, যার ফলে ছোট-বড় সব ধরনের মাছ এখন জেলেদের জালে বেশি ধরা পড়ছে।

মতিহার বার্তা ডট কম: ০৬ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply