রাজশাহীতে কমেছে মাছের দাম

রাজশাহীতে কমেছে মাছের দাম

রাজশাহীতে কমেছে মাছের দাম

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নওদাপাড়া বাজারে কমেছে মাছের দাম। স্থানীয় ছোট নদী ও উপজেলার পুকুরের মাছের সরবরাহ এখানে বেশি। দাম কম, ওজন সঠিক ও ব্যবস্থাপনা ভালো হওয়ায় এই বাজারের মাছ ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন ব্যবসায়ীরা।

ভোর হলেই স্থানীয় পুকুর, নদী খাল-বিলের রুই, কাতলা, মৃগেল, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির তাজা মাছ আসে রাজশাহী নগরীর নওদাপাড়া মাছের বাজার। জীবন্ত মাছ রাখা হয় চৌবাচ্চায়। এরপর শুরু হয় পাইকারদের হাঁকডাক। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে যায় এই বাজারের মাছ। চাহিদা থাকায় পানিভর্তি করা বিশেষ ট্রাকে ব্যবসায়ীরা এখানকার মাছ সরবরাহ করেন।

দাম কম হওয়ায় মাছ কিনতে এসে বিশেষ সুবিধা পান খুচরা ব্যবসায়ীরাও। মাছ জীবিত রাখতে স্থানীয় ও বাইরের বেপারিদের সুবিধা থাকায় প্রতিদিন নগরীর এই বাজারে বিক্রি হয় প্রায় ৭০ লাখ টাকার মাছ।

প্রতিদিন ভোর ৫টা থেকে শুরু হয়ে এ বাজার চলে সকাল ৯টা পর্যন্ত।

মতিহার বার্তা ডট কম: ১৯ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply