চলতি বছরের বন্যায় রাজশাহীতে রোপা আমনের ক্ষতি ৫ কোটি

চলতি বছরের বন্যায় রাজশাহীতে রোপা আমনের ক্ষতি ৫ কোটি

চলতি বছরের বন্যায় রাজশাহীতে রোপা আমনের ক্ষতি ৫ কোটি

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের বন্যায় রাজশাহীতে রোপা আমন আবাদে ক্ষতি ৫ কোটি টাকা ছাড়িয়েছে। দফায় দফায় বন্যায় অন্যান্য বছরের তুলনায় এবারে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার একাধিক উপজেলায় ৪৭৩ দশমিক ৫ হেক্টর জমি বন্যায় তলিয়ে গেছে। এসব ফসলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার টাকা। উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যা ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে এসব ক্ষতি হয়েছে। পানির নিচে ধান গাছ ডুবে থাকায় নষ্ট হয়ে গেছে। দফায় দফায় বন্যায় বিভিন্ন সবজি জাতীয় ফসলের পাশাপাশি ধানের ক্ষতি হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, এবার রাজশাহীতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৭৬ হাজার ৫০০ হেক্টর। তবে চলতি মৌসুমে ৭৭ হাজার ৫৭০ হেক্টর যা লক্ষ্যমাত্রা থেকে ১ হাজার ৭০ হেক্টর বেশি জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে। চলতি বছর বন্যায় জেলার ৫ হাজার ৬৩৬ জন কৃষক রোপা আমনে ক্ষতিগ্রস্থ হয়েছেন। জেলার বাগামারা, মোহনপুর এবং তানোর উপজেলার কৃষকেরা এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এর মধ্যে বাগমারা উপজেলার কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) উম্মে ছালমা জানান, কৃষকের ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে আমরা ইতিমধ্যে প্রণোদনার কাজ শুরু করেছি। এর মধ্যে ৪ হাজার কৃষকে বিনামূল্যে মাসকালাই বীজ ও তিন হাজার ২০০ কৃষককে সার ও বীজ দেওয়া হয়েছে।

মতিহার বার্তা ডট কম: ২০ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply