শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা
শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

মতিহার বার্তা ডট কম: শরৎ পেরিয়ে হেমন্ত চলমান। কার্তিকের মাঝামাঝি এখন। শীতের শুরুর প্রান্তিক সময় যেন; ভোরে ও সন্ধ্যায় ধানের কচিপাতার ডগায় শিশির বিন্দু জমতে দেখা যাচ্ছে সর্বত্র। মীরসরাই উপজেলার সব সবুজ প্রান্তরে এ দৃশ্য দেখা যাচ্ছে অনায়াসে। মাঝে মধ্যে থেমে থেমে রাত্রীকালীন বৃষ্টি যেন ডেকে আনছে শীত।

ইতোমধ্যে বিদায় নিল শারদীয় দুর্গোৎসব। একটা নিম্নচাপে অঝোর বৃষ্টি যেন শীতের বার্তা নিয়ে এলো সম্প্রতি। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি মীরসরাই উপজেলায়ও হালকা শীত শুরু হয়েছে ভোর অবধি। দিনের বেলায় যদিও এখনও বেশ উত্তাপ লক্ষ্যণীয়। তবুও সূর্য পূর্বদিকে লাল আভা দৃষ্টিগোচর হওয়ার পর হালকা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। আবার ভোরবেলা পড়তে শুরু করেছে হালকা কুয়াশা।

চট্টগ্রাম শহর ও শহরতলী ছাড়িয়ে গ্রামগুলোতে দেখা গেছে, এখনই পুরনো কাঁথা নতুন করে সেলাই কাজে ব্যস্ত হয়ে উঠছেন নারীরা। বাড়ির পাশে গাছের নিচে বসে নানা রঙের সুতো দিয়ে তারা তৈরি করছেন শীতের কাঁথা।

এদিকে করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, শীতে করোনার বিস্তার ঘটবে। এ সতর্কতা শীত আসার আগেই সবার মাঝে করোনা সংক্রমণের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। পঞ্জিকার হিসাবে শীতের আগমন ঘটতে এখনও মাস দেড়েক দেরি কিন্তু করোনার দ্বিতীয় থাবার জন্যই কি এবার অনেক আগেই দরজায় শীত কড়া নাড়তে শুরু করেছে?

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজান জানান, এবার আসন্ন শীতে স্বাস্থ্য নিয়ে সবাইকে সচেতন করার কাজ চলছে। হাসপাতালে শীতের জন্য বিশেষ প্রস্তুতিসহ বাড়তি উদ্যোগ নেয়া হচ্ছে। কারণ শীতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মতিহার বার্তা ডট কম: ২৬ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply