রাজশাহী নগরীতে সোয়া দুই লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

রাজশাহী নগরীতে সোয়া দুই লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

রাজশাহী নগরীতে সোয়া দুই লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
রাজশাহী নগরীতে সোয়া দুই লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী থেকে সোয়া দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোর রাতে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথভাবে পদ্মা নদীতে এ অভিযান চালায়। এ সময় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ দিন রাজশাহীর পবা উপজেলার পদ্মা নদীর বাবলা বোনা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় জেলেরা জাল ফেলে পালিয়ে যান। তখন জালগুলো জব্দ করা হয়।

এই জালে প্রায় এক কেজি জাটকা ইলিশ মাছ পাওয়া যায়। আর জব্দ করা মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসায় দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন, পরিদর্শক মেহেদী মাসুদ, পবা উপজেলা মৎস্য অফিসের সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, ক্ষেত্র সহকারী তারিকুল হক প্রমূখ।

মতিহার বার্তা ডট কম: ২৮ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply