রাজশাহীতে আবহাওয়া অনুকূলে থাকায় বৃদ্ধি পেয়েছে গম চাষের লক্ষ্যমাত্রা

রাজশাহীতে আবহাওয়া অনুকূলে থাকায় বৃদ্ধি পেয়েছে গম চাষের লক্ষ্যমাত্রা

মতিহার বার্তা ডট কম: ০২ ডিসেম্বর ২০২০
মতিহার বার্তা ডট কম: ০২ ডিসেম্বর ২০২০

এসএম বিশাল: রাজশাহীতে উন্নত নতুন জাত, ভালো সেচের ব্যবস্থা ও আবহাওয়া অনুকূল থাকায় আশানুরূপভাবে বাড়ছে গম চাষ। বিগত দিনে গমের জমি কমলেও এবার বেড়েছে। চলতি মৌসুমে ১ হাজার হেক্টর বেড়ে রাজশাহীতে গম চাষের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০০ হেক্টরে।

গমের নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত, সেচ ও কীটনাশকের খরচ কম এবং অনুকূল আবহাওয়ায় ফলনবৃদ্ধির ব্যাপারে আশাবাদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন, এবছর বিঘা প্রতি ২ থেকে ৩ মণ হারে বাড়বে গমের ফলন। অতীতে বিঘা প্রতি দেশি জাতের গমের ফলন হয়েছে ৮ থেকে ১০ মণ। নতুন উচ্চ ফলনশীল এই জাতের কারনে ফলন দাঁড়াবে ১১ থেকে ১৩ মণে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি ২০২০-২১ মৌসুমে জেলায় ২৬ হাজার ১০০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত জেলায় গমের চাষ হয়েছে ৪ হাজার ৫৩০ হেক্টর জমিতে। গত বছর জেলায় ২৫ হাজার ২৩০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। ওই বছর ফলন ছিলো হেক্টর প্রতি ৩ দশমিক ৭৩ মেট্রিক টন।

জানা গেছে, রাজশাহীর পবা, মোহনপুর, বাঘা, চারঘাট ও তানোর উপজেলায় গমের চাষ বেশি হয়। বাকি উপজেলায় তুলনামূলক কম হয় গমের আবাদ।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হক বলেন, চলতি মৌসুমে রাজশাহীতে ২৬ হাজার ১০০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবার গম চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছি। জেলায় বারি-২৫, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২ ও ৩৩ জাতের গম বেশি চাষ হয়।

মতিহার বার্তা ডট কম: ০২ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply