রাজশাহী নগরীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়েও অক্ষত নির্মাণ শ্রমিক!

রাজশাহী নগরীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়েও অক্ষত নির্মাণ শ্রমিক!

রাজশাহী নগরীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়েও অক্ষত নির্মাণ শ্রমিক!
বামে লিফটের ফ্লোর, ডানে লিফটের ছাদ।

এসএম বিশাল: রাজশাহী নগরীতে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়েও ফারুক (২৫) নামের এক নির্মাণ শ্রমিক অক্ষত রয়েছে বলে জানা গেছে!

সামস মনিরা টাওয়ার

আজ মঙ্গলবার ২২ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকার ১ নং রোডের সামস মনিরা টাওয়ারে এ ঘটনা ঘটে।

ওই নির্মাণ শ্রমিকের নাম ফারুক হোসেন, নগরীর কাশিয়াডাংগা থানাধীন চারখুটা মোড়ে তার বাড়ি। সামস টাওয়ারের হেড মিস্ত্রি নাজের আলী জানান, সাততলা ভবনের ছাদে রড মিস্ত্রিকে সহযোগীতার কাজ করছিলেন ফারুক। এ সময় পা পিছলে লিফটের ফ্লোরে পড়ে যান তিনি।

পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ফারুক। এঘটনায় ফারুকের সমান্য হাতে ব্যাথা পেয়েছে। তবে সমস্ত শরীর অক্ষত রয়েছে বলেও জানান হেড মিস্ত্রি।

মতিহার বার্তা ডট কম: ২২ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply