রাজশাহীতে ২১টি ধর্মপল্লীর গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত

রাজশাহীতে ২১টি ধর্মপল্লীর গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত

রাজশাহীতে ২১টি ধর্মপল্লীর গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত
রাজশাহীতে ২১টি ধর্মপল্লীর গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ২১টি ধর্মপল্লীর গির্জায় গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত আয়োজনের মধ্যদিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে গির্জায় গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে নগরীর বাগানপাড়া ও ডিঙ্গাডোবা চার্চসহ অন্যান্য উপাসনালয়ে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হয়।

এ দিন করোনাভাইরাস থেকে বাংলাদেশসহ সারাবিশ্বকে মুক্ত করার প্রার্থনা করেছেন খ্রিস্টান ধর্মাবলাম্বীরা।

এবার অন্য বছরের তুলনায় বড়দিনের আয়োজনে চাকচিক্য কম দেখা গেছে। দিনটি উপলক্ষে খ্রিষ্টান পরিবারগুলোতে কেকসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়। কীর্তনের পাশাপাশি স্বল্প পরিসরে আয়োজন করা হয় ধর্মীয় গানের আসর। প্রার্থনায় করোনা রোগমুক্তির পাশাপাশি বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

বড়দিনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাজশাহীর বিভিন্ন আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও উৎসবমুখর পরিবেশে তারা বড়দিন উৎসব পালন করেছেন। দিনটি উদযাপনের লক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার্চগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

মতিহার বার্তা ডট কম: ২৫ ডিসেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply