করোনা সামলাতে নাজেহাল লন্ডন, অ্যাম্বুলেন্স সংকট!

করোনা সামলাতে নাজেহাল লন্ডন, অ্যাম্বুলেন্স সংকট!

করোনা সামলাতে নাজেহাল লন্ডন, অ্যাম্বুলেন্স সংকট!
করোনা সামলাতে নাজেহাল লন্ডন, অ্যাম্বুলেন্স সংকট!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা অতিমারীর দ্বিতীয় ওয়েভ সামলাতে নাজেহাল লন্ডন। দ্রুত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সেখানে সবচেয়ে সমস্যা তৈরী হয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে। রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও কম পড়ছে এই আপৎকালীন ‘যান’। যে কারণে সেখানকার বেশ কিছু বাস’কে দ্রুত অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করতে চলেছে তারা। সেই বাসগুলি একইসঙ্গে চারজন করে রোগী বহন করতে সক্ষম হবে।

জানা যাচ্ছে, লন্ডনের বাস পরিবহন সংস্থা ‘গো-অ্যাহেড’, করোনা রোগীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে।বাসগুলো এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেখানে ইনফিউশন পাম্প এবং মনিটরসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামগুলো প্রস্তুত থাকছে। বাসগুলোতে পর্যাপ্ত অক্সিজেনেরও ব্যবস্থা রাখা থাকবে বলেই জানা যাচ্ছে।

মতিহার বার্তা ডট কম: ২৫ জানুয়ারী ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply