শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
রাজশাহী নগরীতে ইসলামী জালসার নামে চাঁদা উত্তোলন: নিজেদের মধ্যে ভাগাভাগি

রাজশাহী নগরীতে ইসলামী জালসার নামে চাঁদা উত্তোলন: নিজেদের মধ্যে ভাগাভাগি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে বিরাট ইসলামী জালসার নামে চাঁদা উত্তোলন করে সেই চাঁদা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (৫ মার্চ) বাদ মাগরিব হইতে ইসলামী জালসা শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারী থেকে জালসার নামে নগরীর বোয়ালিয়া থানাধিন বোসপাড়া এলাকায় এ চাঁদা উঠানোর কার্যক্রম শুরু করে স্থানীয় জনৈক মেহেদি হাসান পিন্টু ও রনি।

ইসলামী জালসাটি গত মঙ্গলবার নগরীর আহম্মদপুর বোসপাড়া এলাকায় হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ ও গুঞ্জন শুরু হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক জানায়, পোষ্টার ও হ্যান্ডবিল বিলি করা হয় জালসার নামে। সেখানে প্রধান অতিথি করা হয় রাজশাহী-২ সদর আসনের সাংসদ মোঃ ফজলে হোসেন বাদশাকে। এছাড়াও ওই জালসায় একাধীক গুনিজনদের নাম উল্লেখ করা হয়।

তিনি আরো বলেন, স্থানীয় এমপি’র যেখানে নাম উল্লেখ করা হয়েছে এবং চাঁদা উঠানো হয়েছে। তারপরও এ ইসলামী জালসা না হওয়ায় নগরবাসীর জন্য লজ্জাকর।

এ বিষয়ে আরএমপি’র পুলিশ কমিশনার মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

জানতে চাইলে জালসার সার্বিক তত্বাবধানে থাকা মেহেদি হাসান পিন্টু জানান, প্রধান অতিথি ও সভাপতি উপস্থিত থাকতে না পারায় ইসলামী জালসা স্থগিত করা হয়েছে।

পরে তাদের সাথে কথা বলে সময় নির্ধারণ করা হবে। তবে, চাঁদা তোলার কথাটি অস্বীকার করে পিন্টু।

মতিহার বার্তা ডট কম ০৬ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply