মেয়েমানুষ নয়, মেয়েদের মানুষ ভাবা হোক’৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস

মেয়েমানুষ নয়, মেয়েদের মানুষ ভাবা হোক’৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস

আন্তর্জাতিক ডেস্ক :৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এটা হয়তো অনেকে বলেন। হয়তো কেন, বলেন। গোটা পৃথিবীতে মেনে চলা হয়। কিন্তু আমার কাছে এক দিন নয়। প্রতিটা দিনই নারী দিবস।

আসলে প্রত্যেক মেয়ে, অর্থাত্ নারীরা মায়ের রুপ। প্রত্যেক মহিলাই দশভুজা। ঘরে-বাইরে সমানতালে সামলাচ্ছেন। প্রত্যেক মেয়েকেই এটা করতে হয়।

আমার মায়ের কথাই যদি বলি…। এক দিকে আমার পড়াশোনা, অন্য দিকে কাজ…সবই সামলাচ্ছে। মায়েদের কাজটা আমরা বুঝতে পারি না। খুব স্মুথ হয়ে যায় তো…।

শুধু আমার মা নয়, সব মেয়েদেরই করতে হয় এটা। তাই প্রত্যেকটা দিনই তো তাদের, আমাদের।

আর একটা জিনিস বলব, আন্তর্জাতিক নারী দিবস সেলিব্রেট হোক বা না হোক, মেয়েদের উপর অত্যাচার বন্ধ হোক। সেই সব অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর জেন্ডার ডিসক্রিমিনেশন বন্ধ হোক। মেয়েমানুষ নয়। মেয়েদের মানুষ ভাবা হোক।সুত্র: আনন্দবাজার

মতিহার বার্তা ডট কম ০৭ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply