কেন্দ্রীয় কারাগারে মাদকসহ কারারক্ষী আটক

কেন্দ্রীয় কারাগারে মাদকসহ কারারক্ষী আটক

কেন্দ্রীয় কারাগারে মাদকসহ কারারক্ষী আটক
কেন্দ্রীয় কারাগারে মাদকসহ কারারক্ষী আটক

অনলাইন ডেস্ক: কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাদকসহ এক কারারক্ষীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার কারাগারের ভেতরে ডিউটিতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। কারা কর্তৃপক্ষ তাকে পুলিশে সোর্পদ করে।

আটক কারারক্ষী রোমান ভূঁইয়া (২৪) চাঁদপুর মতলব উত্তর উপজেলার বেলতলী বাজারের হাপানিয়া গ্রামের শাহাজাহান ভূঁইয়ার ছেলে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবারে ভোর ৫টা ৫৮ মিনিটে শিফট পরিবর্তনের সময় ডিউটিতে আসে কারারক্ষী রোমান ভূঁইয়া। কারাগারের ভেতরে প্রবেশ করার সময় চেক করে তার কাছে প্যান্টের ভেতরে বিশেষ ব্যবস্থায় পায়ের সাথে লাগানো দুটি মোবাইল ফোন পাওয়া যায়। তার রুমে তল্লাশি করে ব্যবহৃত ট্রাঙ্কের ভেতর থেকে ৪ প্যাকেট গাঁজা ও আরো ৫টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, সে টাকার বিনিময়ে বন্দিদের কাছে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে। কারারক্ষী রোমন ভূঁইয়া ২০১৮ সালের ১ জুলাই কারারক্ষী হিসেবে চাকরিতে যোগদান করেন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply