করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর ডা. দীপুর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর ডা. দীপুর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর ডা. দীপুর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর ডা. দীপুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর ডা. আনোয়ার আলী দীপু (৭২) মারা গেছেন।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বাড়ি রাজশাহী মহানগরীর গণকপাড়া এলাকায়। তবে ডা. দীপু থাকতেন ঢাকায়।

তার ভাই ড. আলী আজম জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সপ্তাহখানেক আগে ডা. দীপুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি মারা গেলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার ঢাকায় বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

জানা গেছে, ডা. দীপু স্বাস্থ্য বিভাগের একজন উপ-পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। তিনি ১৯৭৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে পরের বছর মেডিকেল অফিসার হিসেবে চাকরিজীবন শুরু করেন। চাকরিজীবনে তিনি বিভিন্ন জেলার সিভিল সার্জন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৭ সালে এসএসসি পাস করেন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply