রাজশাহী বিভাগে করোনায় আরও দুইজনের মৃত্যু

রাজশাহী বিভাগে করোনায় আরও দুইজনের মৃত্যু

রাজশাহীতে কিস্তি আদায়ে এনজিও কর্মীদের বাড়ি বাড়ি হানা বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজশাহীতে কিস্তি আদায়ে এনজিও কর্মীদের বাড়ি বাড়ি হানা বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার তাঁদের মৃত্যু হয় বিভাগের বগুড়ায়। এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৪২ জনের। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ২৭৮ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৫ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২০জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিভাগের ২৫৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২১৮ জন। এদের মধ্যে ২৬ হাজার ১২২ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত তিন হাজার ৪২৬ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply