রাজশাহী সীমান্তে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার

রাজশাহী সীমান্তে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার

রাজশাহী সীমান্তে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার
রাজশাহী সীমান্তে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম ভারতীয় হেরোইন, ১৯০ পিচ ভারতীয় ইয়াবা এবং ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ এপ্রিল) রাজশাহী ব্যাটালিয়ন এর অধীনস্থ বিদিরপুর, খানপুর এবং খরচাকা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩০০ গ্রাম ভারতীয় হেরোইন, ১৯০ পিচ ভারতীয় ইয়াবা, ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২টি ব্যাগ উদ্ধার করা হয়।

এসময় আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৬৪ হাজার ২২০ টাকা।

আরো জানানো হয়, অভিযানে বিজিবি উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করা যায়নি। মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply