স্মৃতি একাত্তর স্কুল শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু গবেষণা সংসদের শিক্ষা উপকরণ বিতরণ

স্মৃতি একাত্তর স্কুল শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু গবেষণা সংসদের শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বঙ্গবন্ধু গবেষণা সংসদের সৌজন্যে স্মৃতি একাত্তর স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা সাড়ে ১০ টার দিকে নগরীর রামচন্দ্রপুর এলাকার হাদির মোড়ে অবস্থিত স্মৃতি একাত্তর স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি প্রফেসর উত্তম কুমার বড়ুয়া।

শিক্ষা উপকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু গবেষণা সংসদের কার্যকারী সভাপতি প্রফেসর ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও বঙ্গবন্ধু গবেষণা সংসদের সাধারণ সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর, রাজশাহী মহানগর সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান ও নগর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্মৃতি একাত্তর স্কুলের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।

এসময় স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতিহার বার্তা  ডট কম১০ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply