রামেক গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

রামেক গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

রামেক গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু
রামেক গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ নের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় বিভিন্ন সময় করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস । এ নিয়ে গত ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত ১১ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হলো ৭৭ জনের।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছেই। আগের দিনের তুলনায় রোগী বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। আগের দিন ভর্তি ছিলেন ২২০ জন।

উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এই নয়জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুজন, নওগাঁ ও পাবনার একজন করে আছেন।

তাঁদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে হাসপাতালে প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগী ও করোনা উপসর্গের রোগী। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন।

এর মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, নওগাঁর তিনজন ও পাবনার ১ জন।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে সর্বোচ্চ ২২৪ জন করোনা রোগী ভর্তি আছেন। এর আগের দিন ভর্তি ছিলেন সর্বোচ্চ ২২০ জন রোগী। ২২৪ জনের মধ্যে, রাজশাহী জেলার সর্বোচ্চ ১০১ জন আর চাঁপাইনবাবগঞ্জের ৯৬ জন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply