কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৭ লাখ ৬০ হাজার টাকা প্রধানমন্ত্রীর উপহার আর্থিক প্রণোদনা দিলেন মেয়র লিটন

কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৭ লাখ ৬০ হাজার টাকা প্রধানমন্ত্রীর উপহার আর্থিক প্রণোদনা দিলেন মেয়র লিটন

কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৭ লাখ ৬০ হাজার টাকা প্রধানমন্ত্রীর উপহার আর্থিক প্রণোদনা দিলেন মেয়র লিটন
কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৭ লাখ ৬০ হাজার টাকা প্রধানমন্ত্রীর উপহার আর্থিক প্রণোদনা দিলেন মেয়র লিটন

স্টাফ রিপোর্টার: করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ দাফন/সৎকার করায় কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আর্থিক প্রণোদনা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ৭টায় নগর ভবনে কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী বিভাগের পরিচালক মোঃ কায়সার পারভেজের হাতে ৭ লাখ ৬০ হাজার টাকার একটি চেক তুলে দেন রাসিক মেয়র।

এই অর্থ কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীর ৭৬জন সদস্যকে প্রদান করা হবে। প্রতিজন পাবেন ১০ হাজার টাকা করে। মহতি কাজে উৎসাহ প্রদানে প্রণোদনার অর্থ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক।

মোঃ কায়সার পারভেজ বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতা ও পরামর্শে কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীর ৭৬জন সদস্য নিরসলভাবে কাজ করে যাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ গোসল থেকে শুরু করে দাফন/সৎকার করছি। এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক করোনায় আক্রান্ত ব্যক্তির লাশ আমরা দাফন করেছি। এই আর্থিক প্রণোদনা আমাদের সদস্যদের উৎসাহিত ও উজ্জ¦বিত করবে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন ও সচিব মোঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply