রাজশাহীতে বেড়েছে পাটচাষ

রাজশাহীতে বেড়েছে পাটচাষ

রাজশাহীতে বেড়েছে পাটচাষ
রাজশাহীতে বেড়েছে পাটচাষ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চাষে খরচ কম হওয়ায় বেড়েছে পাটচাষ। কয়েক বছরের তুলনায় রাজশাহীতে এবছর পাট চাষ বেড়েছে ৩ হাজার হেক্টর জমিতে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, সবমিলে রাজশাহীতে এবছর ১৮ হাজার ৪৩ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।

জানা গেছে- ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রাজশাহীতে পাট বিক্রি হয়েছিলো- সাড়ে ৫ হাজার টাকা মণ। আর পাট ওঠার শুরুর দিকে ১৬শ’ থেকে ১৮শ’ বা ২ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। এমন দামের কারণেই পাটচাষে ঝুঁকছে চাষিরা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হক জানায়, গত বছর ১৪ হাজার ৯০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিলো। ২০১৯ সালে ১৩ হাজার ৮৪৬ হেক্টর জমিতে পাটের চাষাবাদ হয়েছিলো। যা ২০২০ সালে বেশি। সেই বছর পাটের চাষও বেশি হয়, ফলন ভালো ও দামও বেশি ছিলো।

তিনি জানান, পাট চাষে কমেছে খরচ। একসময় পাটের জমিতে আগাছা নিধনে শ্রমিক খরচ হতো চাষিদের। আগাছা নিধনে কিটনাশক বের হয়েছে। প্রয়োগে কমেছে খরচ।

পবা উপজেলার বড়গাছি গ্রামের পাটচাষি মুতাহার হোসেন জানান, ৭ বিঘা জমিতে পাটের আবাদ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় পাট ভালো হয়েছে। এখনও কাটা শুরু হয়নি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply