রাজশাহী মহানগরীতে জনতার হাতে ছিনতাইকারী আটক, পুলিশে সোপর্দ

রাজশাহী মহানগরীতে জনতার হাতে ছিনতাইকারী আটক, পুলিশে সোপর্দ

রাজশাহী মহানগরীতে জনতার হাতে ছিনতাইকারী আটক, পুলিশে সোপর্দ
রাজশাহী মহানগরীতে জনতার হাতে ছিনতাইকারী আটক, পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মোঃ সম্রাট (২৬) নামের এক ছিনতাইকারীকে আটক করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃত ছিনতাইকারী মোঃ সম্রাট (২৬) মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুর চাইপাড়া এলাকার মৃত মাসুমের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় মোসাঃ নিলুফা বেগম (৪২) নামের এক নারী চাঁপাইনবাবগঞ্জ হতে ব্যাটারী চালিত ইজি বাইক যোগে কাশিয়াডাঙ্গা রহমান পেট্রোল পাম্পের সামনে এসে নামেন।

এ সময় পায়ে হেঁটে কাশিয়াডাঙ্গা মোড়ে যাওয়ার পথে সেলিমে হোটেলের সামনে পৌঁছা মাত্রই ছিনতাইকারী সম্রাট পিছন থেকে নিলুফা বেগমের কাছে থাকা একটি হাত ব্যাগ জোরপূর্বক কেড়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। হাত ব্যাগের মধ্যে ২টি মোবাইল ও নগদ টাকা ছিলো। ওই সময় নিলুফা বেগম ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকলে পাশেই ডিউটিরত কাশিয়াডাঙ্গা থানার পুলিশ স্থানীয় লোকজনদের সহায়তায় ঘটনাস্থল হতে ছিনতাইকারী মোঃ সম্রাটকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে আসামীর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার হয়।

এ ব্যপারে গ্রেফতারকৃত ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply