প্রফেসর এবনে গোলাম সামাদের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটি

প্রফেসর এবনে গোলাম সামাদের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটি

প্রফেসর এবনে গোলাম সামাদের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটি
প্রফেসর এবনে গোলাম সামাদের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটি

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, কলামিস্ট, বুদ্ধিজীবি প্রফেসর এবনে গোলাম সামাদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ) নেতৃবৃন্দ।

রোববার এক শোক বার্তায় আরআরইউ সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিনসহ নির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় সাংবাদিক নেতৃদ্বয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. এবনে গোলাম সামাদ বিরল প্রতিভার একজন অনন্য লেখক ও কলামিস্ট ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বিজ্ঞানের শিক্ষক ছিলেন।

বিজ্ঞান তিনি শিখেছেন ও শিখিয়েছেন পদ্ধতিগতভাবে। তার একটি বৈজ্ঞানিক মানস ও স্বকীয় চিন্তারীতি গড়ে উঠেছে। এই বিষয়ে তার সমৃদ্ধ ইউরোপীয় উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতাও ছিল। এখান থেকে স্পষ্ট যে তিনি পর্যবেক্ষণ ও পরীক্ষণমূলক অভিজ্ঞতাকে সবচাইতে গুরুত্ব দিতেন।

আর এখানেই নিহিত রয়েছে তার নৈর্ব্যক্তিক, নির্মোহ, বস্তনিষ্ঠ এবং ব্যবহারিক বৈজ্ঞানিক মানসের উৎস। তার আরেকটি অনন্য বৈশিষ্ট্য ছিল যা তার লেখার পরতে পরতে দৃশ্যমান ছিল। সেটি হল এদেশের গণমাধ্যমে ও বুদ্ধিবৃত্তির বলয়ে বহুল প্রচলিত যেসব ভাষ্য ও বয়ান পুনরাবৃত্তির মধ্য দিয়ে কর্তৃত্ব করছেন।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply