রাজশাহী মহানগরীতে ডিবি’র অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার ২

রাজশাহী মহানগরীতে ডিবি’র অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার ২

রাজশাহী মহানগরীতে ডিবি’র অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার ২
রাজশাহী মহানগরীতে ডিবি’র অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ডিবি’র অভিযানে হেরোইন গাঁজাসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দার (ডিবি) একটি দল।

গতকাল শনিবার (২৮ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১০ টায় রাজপাড়া থানাধিন ভাটাপাড়া এলাকায় “মসজিদুল আমান” জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় । এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়া রেল লাইনের ধারের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ ইয়ামিন ইসলাম (২০) ও পূর্ব মোল্লাপাড়া গ্রামের মোঃ জামালের ছেলে মোঃ রাব্বি (২০)।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।

তিনি জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটরের গলি “মসজিদুল আমান” নামক জামে মসজিদের সামনে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন সংবাদের বিত্তিতে সেখানে অভিযান চালায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার বেলা ১১টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় ডিবি ডিসি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply