রাজশাহীর পুঠিয়ায় ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান

রাজশাহীর পুঠিয়ায় ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান

রাজশাহীর পুঠিয়ায় ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান
রাজশাহীর পুঠিয়ায় ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান

অনলাইন ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় দুটি ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছেন র‌্যাব-৫ সদস্যরা। এ সময় বিভিন্ন প্রসাধনীর মোড়ক ও প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়। শনিবার (৩০অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষন যৌথ অভিযানে অংশ গ্রহণ করেন। এ সময় নওপাড়া এলাকার লতা হারবাল ও লতা কসমেটিকস কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি কারখানা থেকে সাড়ে ৭ হাজার পিস মোড়ক এবং ১২০ কেজি কেমিক্যাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে লতা হারবালের মালিক আবু কবর সিদ্দিকীকে ১ লাখ এবং লতা কসমেটিকস মালিক রানা পারভেজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, বসতবাড়িতেই ফেয়ারনেস ক্রিম উৎপাদন করছিলেন এই দুজন। কিন্তু তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধ প্রক্রিয়ায় প্রসাধনী উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে দুজনকে জরিমানা করা হয়। পরে মোড়ক ও কেমিক্যাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলবে বলে জানান তিনি।

 মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply