বিদ্যুৎ চলে যেতেই ভোটের বাক্স নিয়ে টানাহেঁচড়া শুরু!

বিদ্যুৎ চলে যেতেই ভোটের বাক্স নিয়ে টানাহেঁচড়া শুরু!

বিদ্যুৎ চলে যেতেই ভোটের বাক্স নিয়ে টানাহেঁচড়া শুরু!
বিদ্যুৎ চলে যেতেই ভোটের বাক্স নিয়ে টানাহেঁচড়া শুরু!

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ চলে যাওয়ার পর ব্যালট বাক্স নিয়ে টানাহেঁচড়ায় রাজশাহী জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন পণ্ড হয়েছে।

ব্যালট বাক্স ছিনতাইসহ শ্রমিকদের দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিকালে নির্বাচন পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে ৫ শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ও শ্রমিকরা জানান, দুপুরের পর ভোট কেন্দ্র শিল্পকলা একাডেমিতে বিদ্যুৎ চলে যায়। এ সময় একদল শ্রমিক ব্যালট বাক্স তুলে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে প্রতিদ্বন্দ্বী শ্রমিকরা বাধা দিতে গেলে দুইপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ভোট কেন্দ্রের বাইরে বিবদমান শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। উত্তেজনাকর পরিস্থিতির কারণে নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ নির্বাচন স্থগিত ঘোষণা করে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে একদল শ্রমিক রাজশাহীর সিরোইল বাসস্ট্যান্ডে গিয়ে আড়াআড়িভাবে সড়কে বাস রেখে অবরোধ সৃষ্টি করেন। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে ২০ মিনিটের মধ্যেই অবরোধ তুলে নেন শ্রমিকরা।

আরএমপির রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ট্রাক শ্রমিকদের দুইপক্ষই ভোট কারচুরির চেষ্টা করে। দুপুরের পর বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে একদল শ্রমিক ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করেছিল। কিন্তু সেখানে পুলিশের বাধা পেয়ে তারা পালিয়ে যায়। অবশ্য ভোট স্থগিত করা হয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply