বাঘায় এক ছাগলের পাঁচটি বাচ্চা প্রসব

বাঘায় এক ছাগলের পাঁচটি বাচ্চা প্রসব

বাঘায় এক ছাগলের পাঁচটি বাচ্চা প্রসব
বাঘায় এক ছাগলের পাঁচটি বাচ্চা প্রসব

স্টাফ রিপোর্টার: ছাগলের একত্রে দুইটি বা তিনটি বাচ্চা প্রসব হওয়ার ঘটনা পুরনো। কিন্তু একসাথে দেশি ছাগলের পেট থেকে পাঁচটি বাচ্চা হওয়ার ঘটনা বেশ নতুন।

এই আশ্চার্য ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামে।  এই গ্রামের জয়গন বেগমের পোষা ছাগলের পাঁচটি বাচ্চা হয়েছে। যা এলাকায় রীতিমত সাড়া ফেলেছে। এই খবরে পেয়ে অনেকেই জয়গন বেগমের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

গ্রামের আরশাদ আলীর স্ত্রী ও ছাগলের মালিক জয়গন বেগম  বলেন, সোমবার বিকেলে তাঁর মা ছাগলটি পাঁচটি বাচ্চা প্রসব করে। তার মধ্যে একটা পুরুষ (খাসি) ও চারটি মেয়ে।

একসাথে ছাগলের পাঁচ বাচ্চা হওয়ার কথা শুনে লোকজন বাড়ি ছাড়ছে না। বাচ্চাগুলো ও মা ছাগলটি সুস্থ থাকলেও বাচ্চাগুলো সম্পূর্ণ দুধ পাচ্ছে না। তবে ছাগলের মালিক জয়গন বেগম খুব খুশি হয়েছেন পাঁচটি বাচ্চা পেয়ে।

ওই গ্রামের হাজি মোহাম্মদ মহসিন আলী বলেন, এক ছাগলের একসঙ্গে পাঁচটি বাচ্চা কিছুটা বিরল ঘটনা। খবর শুনেই দেখতে এসেছি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply