রাজশাহীতে পুলিশের নাম করে সাড়ে ৩ লাখ টাকা প্রতারণা; প্রতারক আটক

রাজশাহীতে পুলিশের নাম করে সাড়ে ৩ লাখ টাকা প্রতারণা; প্রতারক আটক

রাজশাহীতে পুলিশের নাম করে সাড়ে ৩ লাখ টাকা প্রতারণা; প্রতারক আটক
রাজশাহীতে পুলিশের নাম করে সাড়ে ৩ লাখ টাকা প্রতারণা; প্রতারক আটক

এসএম বিশাল: রাজশাহীর চরঘাট থানায় একশত গ্রাম গাঁজাসহ গ্রেফতার হয় মো: শামীম হোসেন নান্টু ( ৩৫)।

সাথে জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেল। নান্টু চারঘাট মীরগঞ্জ চাইপাড়া গ্রামের মো. মন্টুর ছেলে।

এ ঘটনায় আটককৃত নান্টুকে থানা থেকে ছাড়িয়ে নেবার কথা বলে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় মো. বাবু (২৫) নামের এক প্রতারক।

হাতিয়ে নেয়া হয় নান্টুর ভাই মো: হাসিবুলের কাছ থেকে। প্রতারক বাবু চারঘাট থানার ঝিকড়া জোয়ারদার পাড়া গ্রামের মো: মনসুর আলীর ছেলে।

এ ব্যাপারে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইফতে খায়ের আলম নিশ্চিত করেছেন। তিনি জানান, গত (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চারঘাট মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট বাজার এলাকায় নান্টুর মোটরসাইকেল গতিরোধ করে এবং তল্লাশী চালায়। এসময় তার কাছ থেকে একশত গ্র্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নান্টুর বিরুদ্ধে মামলাও রুজু হয়। প্রতারক বাবু মাদক মামলায় গ্রেফতারকৃত শামীম হোসেন নান্টুকে থানা থেকে ছাড়িয়ে নেবার নাম করে তার ভাই হাসিবুলের কাছ থেকে কৌশলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয়।

শামীম হোসেন নান্টুকে চারঘাট থানা পুলিশ মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপার্দ করলে মো: হাসিবুল প্রতারক বাবুর কাছে উক্ত টাকা ফেরত চাই।

বাবু টাকা ফেরত প্রদান করতে তালবাহানা শুরু করে এবং তিন লক্ষ দশ হাজার টাকা ফেরত দিয়ে অবশিষ্ট চল্লিশ হাজার টাকা আত্মসাৎ করে।

এ ঘটনায় মো: হাসিবুল বাদী হয়ে প্রতারক বাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার (০১ ডিসেম্বর)  প্রতারক বাবুকে ঝিকড়া জোয়ারদার পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply