রাজশাহী নগরীতে দুই বোনকে মারপিট শ্লিলতাহানীর অভিযোগ

রাজশাহী নগরীতে দুই বোনকে মারপিট শ্লিলতাহানীর অভিযোগ

রাজশাহী নগরীতে দুই বোনকে মারপিট শ্লিলতাহানীর অভিযোগ
রাজশাহী নগরীতে দুই বোনকে মারপিট শ্লিলতাহানীর অভিযোগ

স্টাফ রিপোর্টার: মামাতো ভাইকে বাঁচাতে গিয়ে রাজশাহী মহানগরীতে রিনা (৩০) ও হাসি (১৫) নামে দুই বোনকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী রিনা বাদী হয়ে ৩জনকে আসামী করে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী রিনা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি এলাকায় হালিমের বাড়িতে জিনারুল (২৩) নামে আমার মামাতো ভাইকে জনৈক ডলার, রনি ও আশিক মারপিট করছিলো। এ সময় স্থানীয়রা তাদের বাঁচাতে ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ এসে জিনারুলকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়। এরপর মারপিট করাকে কেন্দ্র করে ডলার, রনি ও আশিকের সাথে কথাকাটাকাটি শুরু হয় আমাদের সাথে। এরই এক পর্যায়ে ডলাররা আমাকে ও আমার বোনকে বে-ধড়ক মারপিট করে এবং শ্লিলতাহানির ঘটনা ঘটায়।

স্থানীয় যুবক রানা জানায়, অপরাধ করলে দেশে আইন আছে। পুলিশের কাছে যাবে। কিন্তু প্রকাশ্যে মেয়ে মানুষকে মারপিট ও গায়ে হাত দেবে কেন ? এটা মেনে নেয়া যায় না।

এ ব্যপারে মুঠো ফোনে জানতে চাইলে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি জানায়, মারপিট ও শ্লিলতাহানির ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply